ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূল নেতা মুকুলের মুখে বিজেপি বন্দনায় অস্বস্তিতে দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০২১
তৃণমূল নেতা মুকুলের মুখে বিজেপি বন্দনায় অস্বস্তিতে দল

কলকাতা: সদ্য শেষ হওয়া পশ্চিমবঙ্গের একুশে নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির হয়ে প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন মুকুল রায়।  

তবে দল বদলে আবার ফিরেছে তার পুরনো দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসে।

বিজেপি ত্যাগ করার পাশাপাশি বিধায়ক পদও ত্যাগ করেছেন। ফলে তাঁর বিধানসভা কেন্দ্রে ফের আরেকবার উপনির্বাচন হবে।

উপ নির্বাচনের আগে শুক্রবার (৫ আগস্ট) নিজের বিধানসভা কেন্দ্র কৃষ্ণনগর উত্তরে গিয়ে মঞ্চ থেকে ভাষণ দিতে গিয়ে তিনি ভুলেই গিয়েছিলেন যে তিনি আর বিজেপিতে নেই। সবাইকে অবাক করে এদিন তৃণমূল নেতা মুকুল রায় বলেছেন, 'উপনির্বাচন হোক। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি, তৃণমূল পর্যুদস্ত হবে এবং এই কৃষ্ণনগরে মাটিতে স্বমহিমায় নিজেদের ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠা করবে বিজেপি। '

তার কথায় কর্মীদের মধ্যে অস্বস্তি বাড়ছে দেখে মুকুলকে ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন পাশে বসা স্থানীয় তৃণমূল নেতা। কিন্তু মুকুল তখন বেপরোয়া। আবারও তাঁর মুখে বিজেপি বন্দনা। বলে চললেন, 'বিজেপি নিজের ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠা করবে। '

এরপরই নিজের ভুল বুঝতে পেরে বচনভঙ্গি পাল্টে তিনি বলেন, 'এখানে বিজেপির অস্তিত্ব থাকবে না। মা মাটি মানুষের কাছে তাদের সঙ্কট প্রতিষ্ঠিত হবে। তাহলে কেন একটু আগেই উপনির্বাচনে তৃণমূলের পরাজয় হবে বলে দাবি করলেন তিনি? ব্যাখ্যায় তৃণমূল নেতা মুকুল বলেছেন, 'তৃণমূল হেরে যাবে মানে তৃণমূল স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে। '

তবে এদিন মুকুলের বক্তব্য অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। যদিও এ নিয়ে দলের অন্দরে কেউ মুখ খোলেনি।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।