ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ২ মাদক কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মে ৩০, ২০২১
ত্রিপুরায় ২ মাদক কারবারি আটক ...

আগরতলা (ত্রিপুরা): পিস্তল ও নেশা সামগ্রীসহ আটক দুই মাদক কারবারি।

শনিবার (২৯ মে) দিনগত রাতে আগাম খবরের ভিত্তিতে ত্রিপুরার পশ্চিম জেলার সিধাই থানাধীন মোহনপুরের দাসপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ।

সিধাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরুণ দেববর্মার নেতৃত্বে চালানো এই অভিযানে ধনু দেবনাথ এবং তার ছেলে গণেশ দেবনাথ নামে দুই মাদক কারবারিকে আটক করে। পাশাপাশি তাদের বাড়ি থেকে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার জব্দ করা হয় বলে রোববার (৩০ মে) সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ওসি অরুণ দেববর্মা।

জব্দ করা মাদকের বাজারমূল্য প্রায় দুই লাখ রুপি। তাদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা করা হয়েছে।

এলাকাটি বাংলাদেশ সীমান্ত লাগোয়া হওয়ায় ধারণা করা হচ্ছে বাংলাদেশে পাচারের জন্য এগুলি বাড়িতে জড়ো করেছিল মাদক কারবারিরা।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মে ৩০, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।