ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুম্বাইয়ে নির্মিত হবে ত্রিপুরা ভবন: বিপ্লব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
মুম্বাইয়ে নির্মিত হবে ত্রিপুরা ভবন: বিপ্লব মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

আগরতলা (ত্রিপুরা): ভারতের বাণিজ্য নগরী মুম্বাইতে নির্মিত হতে যাচ্ছে ত্রিপুরা ভবন।  

শুক্রবার (১৫ জানুয়ারি) ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা জানিয়েছেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, মুম্বাইতে নির্মিত হতে চলেছে ত্রিপুরা ভবন। ইতোমধ্যেই মহারাষ্ট্র সরকার ১৯৭০ বর্গমিটার জমি বরাদ্দ করেছে। মুম্বাইয়ের এই ত্রিপুরা ভবন নির্মাণে প্রস্তাবিত খরচ চার কোটি ৮৯ লাখ টাকা। রাজ্যের মানুষ তাদের প্রয়োজনে মুম্বাই গেলে তাদের থাকার সুবিধা হবে। ’

বর্তমানে দিল্লি, কলকাতা এবং গৌহাটিতে ত্রিপুরা ভবন রয়েছে। তবে রাজ্যের একাংশ মানুষের দাবি ছিল চেন্নাই শহরে একটি ত্রিপুরা ভবন স্থাপনের। কেননা, ত্রিপুরার বহু লোক উন্নত চিকিৎসার জন্য চেন্নাই এবং ভেলোর শহরে যান।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
এসসিএন/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।