ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আগরতলায় গণঅবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আগরতলায় গণঅবস্থান অবস্থান কর্মসূচি/ ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): কৃষি বিল প্রত্যাহার করার দাবিতে দিল্লিতে এক মাসেরও বেশি সময় ধরে যেসব কৃষক আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের সমর্থনে সোমবার (০৪ জানুয়ারি) আগরতলায় গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

রাজ্যের রাজধানীর ওরিয়েন্ট এলাকায় এই গণঅবস্থানের আয়োজন করে বামফ্রন্ট সমর্থিত সারা ভারত কৃষক সমন্বয় সমিতি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পবিত্র কর, কৃষি দপ্তরের সাবেক মন্ত্রী অঘোর দেববর্মা, সিপিআইএম নেত্রী তথা সংসদ সদস্য ঝর্ণা দাস বৈদ্য, আদিবাসী নেতা রাধাচরণ দেববর্মা প্রমুখ।

আগরতলার পাশাপাশি রাজ্য জুড়ে এই গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এসসিএন/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।