ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে  রাষ্ট্রপতিপদে সহজে জমি ছাড়তে নারাজ বিরোধীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুন ২২, ২০১৭
ভারতে  রাষ্ট্রপতিপদে সহজে জমি ছাড়তে নারাজ বিরোধীরা সম্ভবত দলিত সম্প্রদায়ের মীরা কুমার হবেন কংগ্রেস জোটের প্রার্থী

ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে বিজেপিপ্রার্থী রামনাথ কোবিন্দের জয় নিয়ে কোনও সংশয় না থাকলেও লড়াইয়ের মাঠ ফাঁকা ক্ষমতাসীনদের কোনো রকম ওয়াকওভারের সুযোগ দিতে চায় না বিরোধী জোট। আজ শুক্রবার (২৩শে জুন) বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে বৈঠক। তাতে পালটা চাল হিসাবে থাকতে চলেছে আরো এক দলিত প্রার্থী। সাঁওতাল সম্প্রদায়ের লোক তিনি।

বিজেপির দলিত প্রার্থী রামনাথ কোবিন্দের বিরুদ্ধে একজন দলিতকেই প্রার্থী করতে চায় বিরোধীরা। সম্ভবত, সেই প্রার্থীর নাম মীরা কুমার।

তিনি বিগত লোকসভার সাবেক স্পিকার। বিরোধী প্রার্থী হিসাবে তাঁরই পাল্লা ভারী। যদিও চূড়ান্ত নাম ঘোষণা করা হবে আজ শুক্রবার ২৩ জুন।

বিরোধী জোট এখন নামেই, আদতে সেই জোট এরই মধ্যেই ভেঙে গেছে। বিরোধী শিবির একপ্রকার ফাঁকাই। কারণ একের পর এক আঞ্চলিক দলগুলো নরেন্দ্র মোদির প্রাথীকেই সমর্থনের দিকে ঝুঁকেছে।  বিরোধী জোটের ক্ষেত্রে সব থেকে বড় ধাক্কা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিরোধী বৈঠকের আগেই তাঁর দল রামনাথ কোবিন্দকেই সমর্থন করেছেন। সমর্থন করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামীও। শোনা যাচ্ছে, মায়াবতীর বহুজন সমাজ পার্টি আর সমাজবাদী পার্টির একাংশও রামনাথ কোবিন্দকেই সমর্থন করবে।

সুতরাং বিরোধী জোট বলতে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বামেরা  সহ আরও কয়েকটি আঞ্চলিক দল। রামনাথ কোবিন্দ যেমন একজন দলিত তেমনি মীরা কুমারও দলিতকন্যা। তাই কোনো সংশয় নেই , প্রতিদ্বন্দ্বিতা হচ্ছেই।  সহজে জমি ছাড়বে না বিরোধীরা।
বাংলাদেশ সময়:০২৫৪ঘণ্টা, ২৩ জুন, ২০১৭
ভি.এস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।