ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাষ্ট্রপতি হিসেবে কলকাতায় শেষ সফরে প্রণব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, জুন ৪, ২০১৭
রাষ্ট্রপতি হিসেবে কলকাতায় শেষ সফরে প্রণব

কলকাতা: ভারতের রাষ্ট্রপতি হিসেবে ২৯ জুন সম্ভবত কলকাতায় শেষবারের মতো সফরে আসছেন প্রণব মুখোপাধ্যায়। এদিন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

একই দিনে কলকাতা প্রেসক্লাবের একটি অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন ভারতের বিদায়ী রাষ্ট্রপতি। এরপর তিনি মুর্শিদাবাদ জেলায় একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নেবেন।

তারপর ১ জুলাই দিল্লি ফিরে যাবেন।
 
পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন ‘নবান্ন’ সূত্রে এই খবর জান‍া গেছে।
 
আগামী ২৪ জুলাই ভারতের রাষ্ট্রপতি পদ থেকে অবসর নিতে যাচ্ছেন প্রণব মুখোপাধ্যায়। রাজনৈতিক মহল মনে করছেন রাষ্ট্রপতি হিসেবে এটাই তার শেষ কলকাতা সফর।
 
অন্যদিকে দিল্লিতে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। সরকারপক্ষ এবং বিরোধী পক্ষ সর্বসম্মত হয়ে নাকি নির্বাচনের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি বেছে নেওয়া হবে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই এই চিত্র পরিষ্কার হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুন ০৪, ২০১৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।