ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান সৌরভ গাঙ্গুলির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান সৌরভ গাঙ্গুলির

কলকাতা: ক্রিকেটের ময়দান থেকে সরাসরি ব্যবসার মঞ্চে, চেনা বৃত্তের বাইরে বেড়িয়ে সাবলীল ভাবে পশ্চিমবঙ্গে দেশ-বিদেশের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জনালেন সৌরভ গাঙ্গুলি।

কলকাতায় আয়োজিত ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০১৭-এ বক্তব্য রাখছিলেন ভারত ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক।
 
শুক্রবার (২০ জানুয়ারি) সকালে দুই দিনব্যাপী শিল্প সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

এতে উপস্থিত ছিলেন- রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
 
এছাড়াও সম্মেলনে ভারত ছাড়াও মোট ২৯টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে বাংলাদেশের ৩৫ জন শিল্পপতির একটি প্রতিনিধিদলও রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
ভিএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।