ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘জ্ঞানপীঠ’ পুরস্কার পেলেন কবি শঙ্খ ঘোষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
‘জ্ঞানপীঠ’ পুরস্কার পেলেন কবি শঙ্খ ঘোষ

সাহিত্যে অবদানের জন্য ‘জ্ঞানপীঠ’- ২০১৬ পুরস্কার পেয়েছন কবি শঙ্খ ঘোষ। এ সংবাদ পাওয়ার পর পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে।

কলকাতা: সাহিত্যে অবদানের জন্য ‘জ্ঞানপীঠ’- ২০১৬ পুরস্কার পেয়েছন কবি শঙ্খ ঘোষ। এ সংবাদ পাওয়ার পর পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে।

২০ বছর পর কোনো বাঙালি লেখক এই সম্মানে ভূষিত হলেন। ১৯৯৬ সালে মহাশ্বেতা দেবী এ পুরস্কার পান।

এর আগে ১৯৬৬ সালে ‘জ্ঞানপীঠ’ পুরস্কার পান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ১৯৭১ সালে পান বিষ্ণু দে।

১৯৭৬ সালে এই সম্মান পান আশাপূর্ণা দেবী। তারপর ১৯৯১ সালে সুভাষ মুখোপাধ্যায় পান এ সম্মান। এ পর্যন্ত মোট ছয়জন বাঙালি সর্বভারতীয় ‘জ্ঞানপীঠ’ পুরস্কার লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
এসএস/জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।