ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা চলচ্চিত্র উৎসবের থালি গার্ল মিমি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
কলকাতা চলচ্চিত্র উৎসবের থালি গার্ল মিমি

কলকাতা চলচ্চিত্র উৎসবের ‘থালি গার্ল’ হচ্ছেন নায়িকা মিমি চক্রবর্তী। প্রথমে যদিও শোনা গিয়েছিলো থালি গার্ল হচ্ছেন অভিনেত্রী নুসরত জাহান।

কলকাতা: কলকাতা চলচ্চিত্র উৎসবের ‘থালি গার্ল’ হচ্ছেন নায়িকা মিমি চক্রবর্তী। প্রথমে যদিও শোনা গিয়েছিলো থালি গার্ল হচ্ছেন অভিনেত্রী নুসরত জাহান।

তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে থালি গার্ল নির্বাচিত হন মিমি।

 

শুক্রবার (১১ নভেম্বর) থেকে কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে কলকাতা চলচ্চিত্র উৎসবের শুরু হবে।

মিমি বাংলানিউজকে জানিয়েছেন, এমন একটি কাজের দায়িত্ব পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন। জানা গেছে, এই দিন মিমি পরবেন ডিজাইনার লেহেঙ্গা।

প্রথমে শোনা গিয়ে ছিলো ওই দিন মিমি পড়বেন শাড়ি। তবে শেষ মুহূর্তের খবরে জানা যাচ্ছে, ডিজাইনার লেহেঙ্গাই ওই দিনের জন্য পছন্দ এই নায়িকার।

উদ্বোধনের দিন মঞ্চে উপস্থিত থাকতে পারেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। এছাড়া আরও উপস্থিত থাকতে পারেন কাজল এবং সঞ্জয় দত্ত।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এসএস/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।