ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের অজ্ঞাতনামা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের অজ্ঞাতনামা

কলকাতা চলচ্চিত্র উৎসবের ‘সিনেমা ইন্টারন্যাশনাল’ বিভাগে প্রদর্শিত হবে বাংলাদেশের পরিচালক তৌকির আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। এর আগে অজ্ঞাতনামা চলচ্চিত্রটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কার লাভ করেছে।

কলকাতা: কলকাতা চলচ্চিত্র উৎসবের ‘সিনেমা ইন্টারন্যাশনাল’ বিভাগে প্রদর্শিত হবে বাংলাদেশের পরিচালক তৌকির আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’।

 

এর আগে অজ্ঞাতনামা চলচ্চিত্রটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কার লাভ করেছে।

মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের জীবনযাপনকে বিষয়বস্তু করে চলচ্চিত্রটি তৈরি হয়েছে। গোটা বিশ্ব জুড়ে অভিবাসী সংকট ও অবৈধভাবে মানব পাচারের বিষয়টিকে এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে।
 
চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজে। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। এতে অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, নিপুণ, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াত, শহীদ শরীফ খান, শহীদ আলী সুজন, মোমেনা চৌধুরী, জুঁই করিম, সুজাত শিমুল, নাজমুল হুদা বাচ্চু, শিশুশিল্পী আপন, সায়েম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এসএস/এসআরএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।