ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ত্রিপুরায় লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: প্রতি বছরের মতো এ বছরও ত্রিপুরা রাজ্যে অবৈধ গাঁজা চাষি রোধে অভিযানে নামলো মহকুমা প্রশাসন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজ্যের সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমায় অবৈধ গাঁজা বাগান ধ্বংসে অভিযান চালানো হয়েছে।

মহকুমা শাসক (এসডিএম) নান্টু রঞ্জন দাসের নেতৃত্বে প্রায় ১শ’ পুলিশ কর্মী অভিযানে নামেন বংশীবাড়ী এলাকায়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে অভিযান।

এ সময় প্রায় ১ লাখ ১৫ হাজার গাঁজা গাছ কেটে আগুনে পুড়িয়ে ফেলা হয়। ধ্বংস করা গাঁজার মূল্য প্রায় এক কোটি রুপি বলে সংবাদমাধ্যমের কাছে জানান নান্টু রঞ্জন দাস।

অভিযানে আরও উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ কর্মকর্তা প্রবীর পালসহ বন দফতর ও মাদক দমন দফতরের কর্মীরা।  

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।