ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে চলছে লক্ষ্মীপূজার প্রস্তুতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
পশ্চিমবঙ্গে চলছে লক্ষ্মীপূজার প্রস্তুতি ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: সমৃদ্ধি আর সৌভাগ্যের দেবী কোজাগরী লক্ষ্মী। শনিবার (১৫ অক্টোবর) পশ্চিমবঙ্গের বাড়িতে বাড়িতে উদ্‌যাপিত হবে লক্ষ্মীপূজা।

এজন্য রাজ্যের বাড়িতে বাড়িতে বাজার থেকে লক্ষ্মী প্রতিমা আনা হয়েছে। অনেক বাড়িতে পূজা করা হয় পটে। সেখানে আনা হয়েছে পট। কলা গাছে কাপড় জড়িয়ে কলাবউয়ের মতো করেও অনেক বাড়িতে লক্ষ্মীপূজা করা হয়।

পশ্চিমবঙ্গের কিছু বাড়িতে ঐতিহ্য মেনে লক্ষ্মী প্রতিমা গড়া হয় ধানের গাছ আর কাপড় দিয়ে।  

প্রতিটি বাড়িতেই পূজার বিভিন্ন সামগ্রী সংগ্রহের কাজ চলছে।

সাধারণভাবে সন্ধ্যাবেলায় এ পূজা করা হয়। পূজা শেষে ফল প্রসাদের সঙ্গে থাকে পঞ্চ ভোগের ব্যবস্থা। ভোগ হিসেবে নিবেদন করা হয় খিচুড়িও।

বাড়ির নারীরাই এ পূজার প্রস্তুতিতে অগ্রাধিকার পেয়ে থাকেন। প্রতিমা সাজানো থেকে আলপনা আঁকা এবং ভোগ রান্না সব প্রতি বিষয়ে অংশ নেন নারীরা।

পূজা নিয়ে উৎসাহ থাকলেও বাজারে জিনিসপত্রের দাম যথেষ্ট বেশি। ঋতু পরিবর্তনের এ সময়টায় সবজির দাম এমনিতেই বেশি থাকে। এর সঙ্গে উৎসব উপলক্ষে চাহিদা বাড়ায় দাম আরও কিছুটা বেড়েছে। এ নিয়ে কিছুটা চিন্তায় পরিবারের কর্তারা।

তবে বাড়তি বাজার দর সামাল দিয়েও পশ্চিমবঙ্গ জুড়ে কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি নিচ্ছেন সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬

এসএস/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।