ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা থেকে ১ লাখ রূপির পটকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
আগরতলা থেকে ১ লাখ রূপির পটকা জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আলোর উৎসব দীপাবলী ও ধনের দেবী লক্ষ্মীপূজার আগে অভিযান পরিচালনা করে এক লাখ টাকার শব্দবাজি (এক ধরনের পটকা) জব্দ করেছে ত্রিপুরার সদর মহকুমা প্রশাসন।

ত্রিপুরা সরকার বিভিন্ন ধরনের পটকা নিষিদ্ধ করেছে।

তারপরও রাজ্য জুড়ে এর রমরমা বণিজ্য চলছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন মহকুমা শাসক (এসডিএম) শমিত রায় চৌধুরী।

বাজারের একাধিক দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পটকা জব্দ করা হয়। জব্দ করা পটকার মূল্য এক লাখ রূপির অধিক বলে অভিযানকারীদের পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
এসসিএন/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।