কলকাতা: কলকাতা মেট্রো, দমদম বিমানবন্দর, হাওড়া ব্রিজ, কালীঘাট মন্দির, ভিক্টোরিয়া, ধর্মতলা মার্কেটসহ গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে চিরুনি তল্লাশি।
একই রকম নিরাপত্তা ব্যবস্থা করে হয়েছে দিল্লি, মুম্বাই ও চেন্নাইতে। উৎসবের মৌসুম ও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কলকাতার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতেও শনিবার (২ জানুয়ারি) ব্যাপক ভিড় হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

undefined
বর্ষশেষ ও নতুন বছর উপলক্ষে কলকাতায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। পুলিশ বাহিনী, সাদা পোশাকের পুলিশসহ বসানো হয়েছিল বিশেষ গোপন ক্যামেরা। পাঠান কোটে জঙ্গি হামলার খবর আসার পর সেই নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
ভিএস/এএ