ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভূমিকম্পে কাঁপল কলকাতাও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
ভূমিকম্পে কাঁপল কলকাতাও

কলকাতা: ভূমিকম্পে কাঁপল কলকাতাও। মৃদু কম্পন হয়েছে পশ্চিমবঙ্গে উত্তর ২৪ পরগনা জেলাতেও।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে এক্সে (আগের নাম টুইটার) জানানো হয়েছে, সোমবার (১৪ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টা ১৯ মিনিট নাগাদ ভূমিকম্প হয়।  

জানা যাচ্ছে, ভূমিকম্পের কেন্দ্র বাংলাদেশে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। যদিও ভূমিকম্পের প্রভাব পশ্চিমবঙ্গে খুব একটা অনুভূত হয়নি।

ঢাকা, কলকাতা, বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পাশাপাশি ভারতের মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্ব ভারতের বেশ কিছু জায়গায় ভূমিকম্প হয়েছে বলে জানা গেছে।

এমনকি ভুটান, মিয়ানমারের কিছু কিছু জায়গাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০২৩
ভিএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।