ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশ-ভারত সীমান্তে আরও ৭ হাট চায় ত্রিপুরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
বাংলাদেশ-ভারত সীমান্তে আরও ৭ হাট চায় ত্রিপুরা

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্য ও বাংলাদেশ সীমান্তে নতুন আরও সাতটি সীমান্ত হাট স্থাপনের জন্য ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।  

বিধানসভা অধিবেশনে ত্রিপুরা সরকারের শিল্প-বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা লিখিত প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছেন।

 

প্রস্তাবিত হাটগুলো হলো- পশ্চিম জেলার বামুটিয়া, ঊনকোটি জেলার হীরাছড়া, দক্ষিণ জেলার একিনপুর, ঋষ্যমুখ, আমলিঘাট, ধলাই জেলার রইস্যাবাড়ি ও সিপাহীজলা জেলার বক্সনগর সীমান্ত হাট।

ভারত-বাংলাদেশ সরকার যৌথভাবে সীমান্ত হাট স্থাপন করার অনুমোদন দিয়ে থাকে।

বর্তমানে ত্রিপুরা ও বাংলাদেশর মধ্যে দুটি সীমান্ত হাট রয়েছে। একটি হলো দক্ষিণ জেলার শ্রীনগর এবং আরেকটি হলো সিপাহীজলা জেলার কমলাসাগর সীমান্ত হাট।  

করোনা মহামারির কারণে ২০২০ সাল থেকে সাময়িক সময়ের জন্য এগুলো বন্ধ রয়েছে। তবে হাটগুলো আবারো চালু করার বিষয়ে উভয় দেশের মধ্যে আলোচনা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩ 
এসসিএন/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।