ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশি ১৫ লাখ টাকাসহ ত্রিপুরায় যুবক আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
বাংলাদেশি ১৫ লাখ টাকাসহ ত্রিপুরায় যুবক আটক 

আগরতলা (ত্রিপুরা): বিপুল পরিমাণ বাংলাদেশি টাকাসহ ত্রিপুরায় এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম রণজয় ত্রিপুরা (২২)।

 

রোববার (৮ জানুয়ারি) গোমতী জেলার নুতনবাজার মোটর স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। ত্রিপুরা পুলিশের মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, তার ব্যাগ তল্লাশি করে ১৫ লাখ টাকা পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন তার বাড়ি বাংলাদেশের পানছড়ি এলাকায়। তবে কী কারণে এত টাকা নিয়ে ভারতে এসেছেন, তার সঠিক জবাব দিতে পারেননি তিনি। তার কাছে ভারতে প্রবেশের কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।  

বাংলাদেশের টাকা পাচারের সঙ্গে একটি চক্র জড়িত থাকতে পারে। আর এর সঙ্গে রাজ্যের একাংশ জড়িত রয়েছে বলে ত্রিপুরা পুলিশের গোয়েন্দা শাখার ধারণা।  

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩ 
এসসিএন/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।