ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে ট্রেন থেকে পড়ে যুবক আহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
বোয়ালখালীতে ট্রেন থেকে পড়ে যুবক আহত ...

চট্টগ্রাম: বোয়ালখালীর বেঙ্গুরা রেলওয়ে স্টেশন এলাকায় পর্যটক এক্সপ্রেস থেকে পড়ে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আহত যাত্রী মাহাবুব বশর (২০) কক্সবাজারের উখিয়া তুলাতলি এলাকার মো. আবদুল্লাহ’র ছেলে বলে জানিয়েছে।

কক্সবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পর্যটক এক্সপ্রেস ১০টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রাতে গোমদণ্ডী রেলওয়ে স্টেশন ত্যাগ করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডা.রাজর্ষী নাগ জানান, ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায় আঘাত পেয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।