চট্টগ্রাম: ঈদে ৯ দিনের ছুটিতে চট্টগ্রাম মহানগরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এছাড়া ফাঁকা নগরে বাসা ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তায় দেওয়া হয়েছে নির্দেশনা।
সিএমপির ১৩ নির্দেশনা: বাসা-বাড়ির দরজায় অধিক নিরাপত্তা সম্পন্ন অতিরিক্ত লক বা তালা ব্যবহার করা। নগদ টাকা বা স্বর্ণালংকার ফাঁকা বাসায় রেখে না যাওয়া।
আইনশৃঙ্খলার অবনতি সংক্রান্ত কোন ঘটনা ঘটলে দ্রুত জরুরি সেবা-৯৯৯ অথবা সিএমপি স্পেশাল কন্ট্রোল হটলাইন-(১) ০১৩২০-০৫৭৯৯৮, ০১৩২০-০৫৪৩৮৪ এ অবহিত করা। ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করা। ব্যাংকের নিজস্ব নিরাপত্তাকর্মীরা যাতে সতর্কতার সাথে দায়িত্ব পালন করে সে বিষয়টি তদারক করা। নিরাপত্তা ব্যবস্থা মনিটরিংয়ের জন্য স্ব স্ব প্রতিষ্ঠানে কর্মরত একজন অফিসারকে পালাক্রমে নিযুক্ত করা। ব্যাংকের ভল্টের চারপাশে সিসিটিভি ক্যামেরার কাভারেজ নিশ্চিত করা এবং সন্দেহজনক কোনো বিষয় নজরে এলে তা নিকটস্থ পুলিশকে অবহিত করা। ব্যাংকের সিসিটিভি ক্যামেরাগুলো ভালোভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করা। প্রয়োজনে নিকটতম থানা পুলিশের সহায়তা গ্রহণ করা।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম জানান, ঈদের ছুটিতে নগরে পুলিশের তিন স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে। এবার যৌথবাহিনী মাঠে রয়েছে। সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি নগরবাসীকেও সচেতন থাকতে হবে।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এমআই/টিসি