ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাতি-মানুষ দ্বন্দ্ব, আবারও সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
হাতি-মানুষ দ্বন্দ্ব, আবারও সড়ক অবরোধ ...

চট্টগ্রাম: কর্ণফুলী ও আনোয়ারা উপজেলা থেকে হাতি সরানোর দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর ৬টা থেকে ‘আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার সাধারণ জনগণ’ এর ব্যানারে পিএবি সড়কের কেইপিজেড গেইট, আনোয়ারার জাইল্লা ঘাটাসহ বিভিন্ন স্থানে অবস্থান নেন তারা।

 

এর আগে শনিবার (২২ মার্চ) হাতির আক্রমণে ৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হলে ওইদিন সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ মানুষ। ৬ ঘন্টা পর উপজেলা প্রশাসনের উপস্থিতিতে ৪  দিনের সময় দিয়ে আন্দোলন স্থগিত করেন তারা।

বিক্ষোভরত এলাকাবাসীর দাবি, প্রশাসন ৪ দিন সময় নিয়েও কোনো পদক্ষেপ নেয়নি। তাই বন বিভাগ, কেইপিজেড ও প্রশাসন যেন হাতি সরানোর পদক্ষেপ নেয়, সেজন্য আবারও সড়ক অবরোধ করা হয়েছে।

এদিকে সড়ক অবরোধের কারণে পিএবি সড়কের চার কিলোমিটার এলাকায় গাড়ি চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন চাকরিজীবী ও যাত্রীরা। কেইপিজেডের শ্রমিকরাও কর্মস্থলে যেতে বাধা পাচ্ছেন।

কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) সহকারী মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান বলেন, ‘বনবিভাগকে একাধিকবার হাতি সরাতে চিঠি দিলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। হাতির আক্রমণে কেইপিজেডের বিভিন্ন স্থাপনার ক্ষতি হচ্ছে। হাতি সরানোর জন্য সহযোগিতা প্রয়োজন হলে আমরা অবশ্যই পাশে আছি’।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, বুধবার রাতে বিক্ষোভের ডাক দেওয়া নেতৃস্থানীয়দের বুঝিয়েও আন্দোলন থেকে সরানো যায়নি। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।