ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হুলাইন পাইরোল উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
হুলাইন পাইরোল উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটি ...

চট্টগ্রাম: পটিয়ার এয়াকুবদণ্ডী হুলাইন পাইরোল উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।  

এতে শিক্ষানুরাগী, প্রবীণ শিক্ষক ও সমাজসেবক গাজী মো. আবু ফরিদকে সভাপতি করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- মরজিয়া বেগম চৌধুরী (শিক্ষক প্রতিনিধি), জি এম মকসুদুল করিম (অভিভাবক প্রতিনিধি) এবং পার্থ সারথী সাহা (প্রধান শিক্ষক ও সচিব)।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত পত্রে ৬ মাসের জন্য এ অনুমোদন দেওয়া হয়।

এতে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রবিধান ৬৪ অনুসারে গঠিত অ্যাডহক কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে।

অ্যাডহক কমিটিকে অবশ্যই নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। অ্যাডহক কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।