চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় নুরুল ইসলাম তালুকদার (৭০) নামের এক ব্যবসায়ীকে দোকান থেকে বের করে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নুরুল ইসলাম তালুকদার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মীরেরখীল গ্রামের ইন্নাল আমিন তালুকদারের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে সরফভাটা মীরেরখীল বাজারে নিজ দোকানে অবস্থানকালে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার জানান, রাতে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
এসি/টিসি