ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

থানা থেকে লুট করা গুলি ডাকাতের আস্তানায়

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
থানা থেকে লুট করা গুলি ডাকাতের আস্তানায় ...

চট্টগ্রাম: থানা থেকে লুট করা ১৬ রাউন্ড গুলি পাওয়া গেছে ডাকাতের আস্তানায়। সঙ্গে পাওয়া গেছে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে নগরের ডবলমুরিং থানাধীন ডেবার পাড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এসব গুলি উদ্ধার করে।

ডবলমুরিং থানার এসআই আহলাদ ইবনে জামিল বলেন, ডেবার পাড় এলাকায় শাহজালাল নামের এক ডাকাতকে ধরতে অভিযান চালানো হয়।

খবর পেয়ে সে পালিয়ে যায়। এসময় তার আস্তানায় একটি শপিং ব্যাগের ভেতর থেকে সেভেন পয়েন্ট সিক্স টু চায়না রাইফেলের ১৬ রাউন্ড গুলি ও এক রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও বলেন, ওই আস্তানা থেকে একটি কিরিচ, একটি টিপ ছোরা, একটি ছুরি, একটি চাইনিজ কুড়াল ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।  

৫ আগস্ট রাতে নগরের বিভিন্ন থানায় লুটপাটের সময় এসব গুলিগুলো কোনো থানা থেকে লুট করা হয়েছিল বলে ধারণা করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।