চট্টগ্রাম: বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০২৪’ এর অংশ হিসেবে চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার ‘মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) চট্টগ্রামে এরিয়া মাল্টিপারপাস হলে এবং খুলনায় নৌবাহিনী ঘাঁটি বানৌজা তিতুমীরে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের সেমিনারে সমুদ্রপথে নিরাপদ বাণিজ্যিক সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তায় সামুদ্রিক খনিজ সম্পদের ব্যবহার, মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, দেশের অভ্যন্তরীণ নৌপথগুলোর নাব্যসংকট ও উত্তরণের উপায়, পরিবেশবান্ধব সামুদ্রিক শিল্প উন্নয়ন এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষাসহ সমুদ্র সম্পদের নিরাপত্তা রক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সেমিনারে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ কোস্টগার্ড, বিএসএমআরএমইউ, বাংলাদেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মেরিন ফিশারিজ একাডেমি, বাংলাদেশ শিপিং করপোরেশন, বিআইডব্লিউটিএ, চট্টগ্রাম কাস্টম’স হাউস, বিএনসিসি, বাংলাদেশ ওশানোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউট (বিওআরআই), পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডসহ বিভিন্ন মেরিটাইম সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
খুলনার সেমিনারে মোংলা বন্দর কর্তৃপক্ষের সক্ষমতাবৃদ্ধি, অভ্যন্তরীণ নৌ পথগুলোর নাব্যসংকট ও উত্তরণের উপায়, টেকসই জাহাজ নির্মাণ প্রক্রিয়া এবং পরিবেশবান্ধব সামুদ্রিক শিল্প উন্নয়ন, সামুুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও অভ্যন্তরীণ জলাশয়ে দূষণ প্রতিরোধ কৌশল,মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালে উপকূলীয় জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
সেমিনারে উপস্থিত মেরিটাইম বিশেষজ্ঞরা সুনীল অর্থনীতির উন্নয়নে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারে সেনা, নৌ ও বিমানবাহিনী, মোংলা বন্দর কর্তৃপক্ষ, কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট, বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন, খুলনা শিপইয়ার্ড, যশোর বিমানবন্দর, বিআইডব্লিউটিএ, মৎস্য অধিদপ্তর, মোংলা কাস্টম হাউসের প্রতিনিধি এবং খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
এআর/পিডি/টিসি