ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিদেশে পালাতে গিয়ে সাবেক ভূমিমন্ত্রীর পার্টনার গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
বিদেশে পালাতে গিয়ে সাবেক ভূমিমন্ত্রীর পার্টনার গ্রেপ্তার ...

চট্টগ্রাম: গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে থেকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যবসায়িক পার্টনার সাইফুল ইসলাম সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।  

রোববার (৫ জানুয়ারি) রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

পরে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ।  

সাইফুল ইসলাম সুমন পটিয়া উপজেলার বাসিন্দা।

তিনি পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইদ্রিস মিয়ার ভাইপো। ইদ্রিস মিয়া এবার দক্ষিণ জেলা বিএনপির সভাপতি পদ পেতে তদবির চালাচ্ছেন। সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের শ্বশুর সেলিম চৌধুরীর সঙ্গে মিলে নগরের সদরঘাট থানার মাঝির ঘাটের আসাম বেঙ্গল ঘাট দখল করে রাখার অভিযোগ রয়েছে। যার মূল মালিক জিসিএল।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আকতার বাংলানিউজকে বলেন, রোববার রাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সাইফুল ইসলাম সুমনকে আটক করে। পরে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৬ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বাংলানিউজকে বলেন, সাইফুল ইসলাম সুমনের নামে পাচঁলাইশ থানায় মামলা রয়েছে। এছাড়াও নগরের চান্দগাঁও ও হাটহাজারী থানায় হত্যা মামলা রয়েছে। পাঁচলাইশ থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে আদালতে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।