ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নানা আয়োজনে ফটিকছড়িতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
নানা আয়োজনে ফটিকছড়িতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ...

চট্টগ্রাম: জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ফটিকছড়ি উপজেলা ছাত্রদল।

বুধবার (১ জানুয়ারি) সকালে ফটিকছড়ি কলেজ গেইট এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও ছাত্রদলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে করে এই কর্মসূচি শুরু করে।

পরে ফটিকছড়ি কলেজ থেকে র‍্যালি বের হয়ে ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর করা হয় শীতবস্ত্র বিতরণ।

নাজিরহাট পৌরসভা ও উপজেলার ইউনিয়ন ছাত্রদল কমিটির সভাপতি-সম্পাদকের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হয় কলেজ গেইট এলাকায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর নামে ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে তুলে রাজপথ।  

এ সময় র‍্যালিতে ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিন উদ্দিন, নাজিরহাট পৌরসভা ছাত্রদলের আহবায়ক আবু বক্কর চৌধুরী মঈন, যুগ্ম আহবায়ক মীর আলী আকবর, এম এ মাহফুজ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জাবেদ, ধর্ম বিষয়ক সম্পাদক নজিবুল করিম, নাজির, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল অভি, ইরফান, সাইফুল, মো. মিনহাজ, জেকি, মুরাদ অভি, রোকন, তারেক, মোস্তাকিম, তাসিন, খোরশেদ, হৃদয়, জিয়া উদ্দীন, সাইম চৌধুরীসহ ফটিকছড়ি উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিট এর নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।