ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিভিল সার্ভিসকে অকার্যকর করার ষড়যন্ত্র চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
সিভিল সার্ভিসকে অকার্যকর করার ষড়যন্ত্র চলছে ...

চট্টগ্রাম: বাংলাদেশ সিভিল সার্ভিসকে ভারসাম্যহীন ও অকার্যকর করার গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডাররা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও এক ঘণ্টা কলম বিরতি কর্মসূচি পালনকালে তারা এ মন্তব্য করেন।

বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’র উদ্যোগে সারা দেশের ন্যায় চট্টগ্রামেও এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রশাসন ক্যাডার ব্যতীত জেলা ও উপজেলায় কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা অংশ নেয়।

এর আগে সারাদেশের মতো চট্টগ্রামেও সকালে এক ঘণ্টার কলমবিরতি কর্মসূচি পালন করেছে তারা।

মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. আবু সালেহ মো. ফোরকান উদ্দিন, সহকারী পরিচালক ডা. শামিমা হাসনাত ও ডা.এ এস এম সাকিক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১৯৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।