ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জিয়াউল হক মাইজভাণ্ডারীর খোশরোজ শরিফে নানা কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
জিয়াউল হক মাইজভাণ্ডারীর খোশরোজ শরিফে নানা কর্মসূচি মাইজভাণ্ডারী সংগীতে নতুন সংযোজন ‘ঐশী প্রেমকুঞ্জ’র মোড়ক উন্মোচন 

চট্টগ্রাম: হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৯৬তম খোশরোজ শরিফ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) ফটিকছড়ি পৌরসভায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির রাঙ্গামাটিয়া  শাখার ব্যবস্থাপনায় এ কর্মসূচি পালিত হয়েছে।

 

প্রথম অধিবেশনে কমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে এলাকার স্থানীয় মুরব্বিদের কবর জিয়ারত করা হয়। ২য় অধিবেশনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান বক্তা মোহ্তারিমা জান্নাতুল নাইমা কলি ত্বরিকতের গুরুত্ব ও মকবুল বান্দাদের সাথে সম্পৃক্ত থাকার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বিশেষ বক্তা মোহ্তারিমা ফাহমিদা আকতার আঁখি ও মোহ্তারিমা রুমানা রশিদ ঈশিতা শিক্ষার গুরুত্বসমূহ উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ পেশা নির্বাচনে সঠিক দিকনির্দেশনামূলক ‘ক্যারিয়ার গাইডলাইন’ বই অভিভাবকদের প্রদান করা হয়। কমিটির মহিলা ইউনিটের সভাপতি মোহ্তারিমা মাজেদা বেগমের সমাপনী বক্তব্যের মাধ্যমে অধিবেশন সম্পন্ন হয়।

৩য় অধিবেশনে বাদে মাগরিব হতে  কুরআন তিলাওয়াত, নাতে রাসুল (দ.), মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মাধ্যমে সূচনা হয়। কমিটির সাধারণ সম্পাদক খাদেম মোহাম্মদ এমদাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে তকরির পেশ করেন শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আলাউদ্দীন কাদের মাইজভাণ্ডারী। প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াছ হোছাইনী। প্রধান অতিথি ছিলেন এসজেডএইচএম ট্রাস্টের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক ড. মুহাম্মদ জসিম উদ্দীন। শাখার সভাপতি মোহাম্মদ আহমদ উল্লাহর সমাপনী বক্তব্যের মাধ্যমে অধিবেশন সমাপ্ত হয়। একইসঙ্গে খাদেম মোহাম্মদ এমদাদ হোসেনের রচিত মাইজভাণ্ডারী সংগীতে নতুন সংযোজন ‘ঐশী প্রেমকুঞ্জ’র মোড়ক উন্মোচনে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী, বিশিষ্ট লেখক ও গবেষক লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য, মোহাম্মদ কুতুবউদ্দিন, দৈনিক খবরের কাগজের চট্টগ্রাম ব্যুরো প্রধান এস এম ইফতেখারুল ইসলাম। হাজী মোহাম্মদ ইদ্রিস মিয়ার পরিবারবর্গের পক্ষ থেকে শোকরিয়া আদায়মূলক বক্তব্য পেশ করেন শাখার প্রতিষ্ঠাকালীন প্রধান উপদেষ্টা মো. এয়াকুব আলী। শেষে মিলাদ কিয়াম ও মুনাজাত পরিচালনা করেন উম্মুল আশেকীন মা মনোয়ারা বেগম  এতিমখানা ও হেফজখানা এর প্রধান হাফেজ  মাওলানা আবুল কালাম মাইজভাণ্ডারী। ৪র্থ অধিবেশনে মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর শিল্পী মো. দেলোয়ার হোসেনের পরিবেশনায় আশেক-ভক্তগণের উপস্থিতিতে মাহফিলে সেমা সম্পন্নের মাধ্যমে উক্ত সম্পূর্ণ আয়োজন সমাপ্ত হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।