চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকার দেশের সকল উন্নয়ন কাঠামো ধ্বংস করেছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি বলেন, সংখ্যালঘু ও সাম্প্রদায়িক ব্যানারে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে জেগে উঠেছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে হাটহাজারী বাস স্টেশন মোড়ে হাটহাজারী পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচি পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা জানিয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এবং হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম অহিদুর এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা.রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কুর মেম্বার।
উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান দৌলত, সাহেদুল আজম সাহেদ, অ্যাডভোকেট রিয়াদ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হাবিব, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন সওদাগর, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত শিমুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম সাইফুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান চৌধুরী, পৌরসভা যুবদলের আহ্বায়ক এমদাদ মির্জা, সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইলিয়াস মেহেদী, সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী রকি, সদস্য সচিব সাহেব খাঁন, শ্রমিক দলের সভাপতি রুবেল ও সাধারণ সম্পাদক কামালসহ হাটহাজারী পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এমআই/টিসি