ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৭

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৭ ...

চট্টগ্রাম: আগ্রাবাদ রশিদ বিল্ডিং মোড়ে চাঁদা না দেওয়ায় স্ক্র্যাপবাহি একটি গাড়ির সঙ্গে থাকা পিকআপে হামলা চালিয়েছে কিশোর গ্যাং সদস্যরা। এ ঘটনায় আহত হয়েছে ৭ জন।

সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।  

হামলার ঘটনায় ৯ জনের নামোল্লেখসহ আরও ৭ জনকে আসামি করে ডবলমুরিং থানায় অভিযোগ দায়ের  করা হয়েছে।

জানা যায়, নেভাল-২ সদরঘাট জেটি থেকে স্ক্র্যাপবাহি একটি গাড়িকে স্কট দিয়ে কুমিরা নিয়ে যাচ্ছিল পিকআপ। রশিদ বিল্ডিং মোড়ে এলে ১০-১২ জনের কিশোর গ্যাং গাড়িটি থামায় এবং চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা কিরিচ, দা, চাইনিজ কুড়াল, রড দিয়ে পিকআপে থাকা লোকজনের ওপর এলোপাথাড়ি হামলা চালায়। এতে শহিদুল ইসলাম, জাবেদ, হাসান মোরশেদ, জয়, মনির, এলিনসহ ৭ জন আহত হন। সন্ত্রাসীরা গাড়িটিও ভাংচুর করে। এসময় সড়কের আশেপাশে থাকা লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।  

এদিন রাতে ডবলমুরিং থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ এ ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর  ১১, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।