ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরে চুরির দায়ে কাভার্ডভ্যান চালক গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
বন্দরে চুরির দায়ে কাভার্ডভ্যান চালক গ্রেপ্তার ...

চট্টগ্রাম: বন্দর থেকে কাভার্ডভ্যানের নিচে কৌশলে লুকিয়ে কম্পিউটার সামগ্রী চুরি করার সময় মো. ফখরুল ইসলাম (৩১) নামের এক কাভার্ডভ্যান চালককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জিয়ান এন্টারপ্রাইজের চালক।

 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে বন্দরের ২ নম্বর গেটে দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন।

বন্দর সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে জানান, কম্পিউটার সামগ্রী গুলি আজ জেআর ইয়ার্ডে কায়িক পরীক্ষা করা হচ্ছিল।

এ সময় কৌশলে ২৫ হাজার টাকা দামের পণ্য চুরি করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।  

তিনি জানান, জেআর ইয়ার্ডে কায়িক পরীক্ষার সময় দায়িত্বরত এসএস ট্রেড ইন্টারন্যাশনালের জেটি সরকার মোহাম্মদ সাইফুল ইসলাম কম্পিউটার সামগ্রীগুলোর প্রয়োজনীয় নিরাপত্তা বিধান করতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।