ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বলতে পারবেন না একজনও ভ্যাট দিচ্ছেন না: মেয়র শাহাদাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
বলতে পারবেন না একজনও ভ্যাট দিচ্ছেন না: মেয়র শাহাদাত ...

চট্টগ্রাম: ভ্যাট দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ভ্যাট দিব জনে জনে অংশ নিব উন্নয়নে। এ বিষয়টির সাথে রাজনৈতিক সম্পৃক্ততা আছে।

ভ্যাট কিন্তু দিচ্ছে জনগণ। বলতে পারবেন না একজনও ভ্যাট দিচ্ছেন না।
মিষ্টির দোকানের কথা এসেছে। মিষ্টির দোকানিরা লাভবান হচ্ছে, কিন্তু ভ্যাট চালান দিচ্ছে না। আমরা অনেকেই রেস্টুরেন্ট থেকে ভ্যাট চালান নিই না, উল্টো বকশিশ দিয়ে আসি। অনেকে ভ্যাট চালান দিতে বললে, বিল কমিয়ে দেন। ক্রেতাকে অবশ্যই ভ্যাট চালান নিতে হবে। নয়তো সরকারি কোষাগারে জমা হবে না। ভ্যাট হার একেক জায়গায় একেক রকম। এ জায়গায় সংস্কার করা উচিত।  

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেজবান হলে ভ্যাট দিবসের সেমিনার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।  

তিনি বলেন, ১৯৯১ সালের ১০ জুলাই তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান ভ্যাট চালু করেছিলেন। তখন আমরা সবেমাত্র চিকিৎসক হয়েছি। উনার এ উদ্যোগ প্রথম গণতান্ত্রিক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সমর্থন করেছিলেন। ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেকে সংস্কার করতে হবে। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম আয়োজিত অনুষ্ঠানে 'জনগণের অংশগ্রহণে উন্নয়নবান্ধব মূল্য সংযোজন কর ব্যবস্থা' শীর্ষক মূল প্রবন্ধ পড়েন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক একেএম নুরুল হুদা আজাদ। বিশেষ অতিথি ছিলেন কর কমিশনার ড. মো. সামছুল আরেফিন ও কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসন ও বন্ড কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন।

মোহাম্মদ শফি উদ্দিন বলেন, ১৯৯১ সালে দেশে ভ্যাট চালু হয়। যে দেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো, সেই ঝুড়ির তলা মজবুত হয়েছে। কিন্তু ঝুড়িতে কিছু ছিদ্র রয়েছে। মাঝে মাঝে ছিদ্র বেশি বড় হলে বিপ্লব হয়। যেমন গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে।  

সভাপতিত্ব করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মুহাম্মদ জাকির হোসেন।

তিনি বলেন, হয়রানিমুক্ত পরিবেশে আপনারা ভ্যাট দেবেন। ভ্যাট ব্যবস্থা সহজ করা হচ্ছে। আমি ব্যবসায়ীদের অনুরোধ করবো, আপনারা বাজেটের আগে কণ্ঠ সোচ্চার করবেন ভ্যাট আইনের সমস্যা নিরসনের। জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়াজ তুলতে শিখেছি। সেবা দিতে না পারলে আমার বিরুদ্ধে আওয়াজ তুলবেন। তবে ফাঁকা আওয়াজ তুলবেন না। গ্রাহকদের কাছ থেকে ভ্যাট আদায় করে কিছু রেখে কিছু সরকারকে দিলেন তা হবে না। আওয়াজ তুলতে হবে, সরকারকে দেওয়া টাকা যেন সঠিকভাবে খরচ হয়, যেন বেগম পাড়ায় না যায়।

তিনি হলভর্তি ভ্যাটদাতাদের নিজের মোবাইল ফোন নম্বর জানিয়ে দেন যাতে কোনো অভিযোগ থাকলে জানাতে পারেন।  

স্বাগত বক্তব্য দেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মো. মাহফুজুল হক ভূঁঞা। তিনি বলেন, ভ্যাট দিবসের প্রতিপাদ্য- ভ্যাট দিব জনে জনে অংশ নিব উন্নয়নে। এর মাধ্যমে সবার অবদান স্বীকার করা হয়েছে। অর্থনৈতিক অবস্থানের দিক থেকে বাংলাদেশ বিশ্বের ৩৫তম দেশ।  

উপস্থিত ছিলেন অতিরিক্ত ভ্যাট কমিশনার মো. সাইফুর রহমান।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।