ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘১৭ বছর দেশে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
‘১৭ বছর দেশে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে’ ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: দীর্ঘ ১৭ বছর এদেশে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। বাক, ব্যক্তি, চিন্তা, মুদ্রণসহ নাগরিক স্বাধীনতার জন্য সংগ্রাম করতে গিয়ে আমাদের নেতাকর্মীসহ অনেকে বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছেন।

 

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গত ১৭ বছরে রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষসহ যারা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মিথ্যা মামলা, কারাবাস, শারীরিক নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন এসব ঘটনায় বিচারের দাবি জানান সংগঠনটির নেতারা।

এসময় চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছে। আজ আমরা এক নতুন যাত্রায় আছি, আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা এমন হতে হবে, যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং কেউ আর নিপীড়িত হবে না।  

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়েও এই ক্যাম্পাসে অনিয়ম হচ্ছে, ফ্যাসিবাদের দোসরদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুস্পষ্টভাবে বলে দিতে চাই, সাধারণ ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করুন। ক্যাম্পাসে সংঘটিত গুপ্ত হামলা বন্ধে ব্যবস্থা নিন। এই ক্যাম্পাসে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিগত সময়ে ক্যাম্পাসে যেসব হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড ও গুপ্ত হামলা হয়েছে এসব সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি জানান।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।