ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডেঙ্গু প্রতিরোধ আমার এক নম্বর লক্ষ্য: মেয়র শাহাদাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
ডেঙ্গু প্রতিরোধ আমার এক নম্বর লক্ষ্য: মেয়র শাহাদাত ডা. এসএম সরোয়ার আলম ৬ হাজার পিস ডেঙ্গু পরীক্ষার কিট উপহার দেন।

চট্টগ্রাম: ডেঙ্গু প্রতিরোধ এখন আমার এক নম্বর লক্ষ্য। তাই ডেঙ্গু প্রতিরোধে মেমন হাসপাতালকে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল ঘোষণা করেছি।

সেখানে কারো ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শক্রমে বিনামূল্যে এনএস ১ অ্যান্টিজেন টেস্ট করানো হচ্ছে। নাগরিকদের বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার সুযোগ করে দিতে ডা. এসএম সরোয়ার আলম ৬ হাজার পিস ডেঙ্গু পরীক্ষার কিট বিনামূল্যে দিয়ে মানবতার সেবায় এগিয়ে এসেছেন।
সমাজের ধনাঢ্য ব্যক্তিদের প্রতি আমার আহবান চট্টগ্রামবাসীকে সেবা দিতে ডা. এসএম সরোয়ার আলমের মতো আপনারাও এগিয়ে আসুন।   

সোমবার (১১ নভেম্বর) টাইগারপাসের চসিক কার্যালয়ে মেয়রের হাতে ডা. এসএম সরোয়ার আলম ডেঙ্গু পরীক্ষার কিট উপহার দিতে আসলে তিনি এসব কথা বলেন।  

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা।

ডেঙ্গু প্রতিরোধে নগরের খুলশী এলাকায় মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। অভিযানে বাসা বাড়ির আঙিনা, ছাদবাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এ সময় দুইটি নির্মাণাধীন ভবনের নিচে জমাটবদ্ধ পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবন মালিককে ২০ হাজার টাকা ও অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ডেঙ্গু সচেতনতার লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও মশার ওষুধ স্প্রে করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।