ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিক নুরুল ইসলাম আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
সাংবাদিক নুরুল ইসলাম আর নেই সাংবাদিক নুরুল ইসলাম।

চট্টগ্রাম: পটিয়ার প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম (৬৮) আর নেই। রোববার (১৩ অক্টোবর) বেলা আড়াইটার দিকে পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর গোবিন্দরখীলের গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

রাত ১১টায় আমির ভাণ্ডার মাঠে জানাজা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

 

তার মৃত্যুতে বিভিন্ন সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান শোক জানিয়েছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানান।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।