ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষার্থীদের তথ্যে ১০ কেজি গাঁজাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
শিক্ষার্থীদের তথ্যে ১০ কেজি গাঁজাসহ যুবক আটক

চট্টগ্রাম: নগরের আকবরশাহ থানার সিটি গেইট এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মো. কিবলুর ফকির (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (০৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার আফতাব উদ্দিন জানান, নগরের সিটি গেইট এলাকায় নৌবাহিনীর একটি টিম সিটি গেট এলাকায় টহল কার্যক্রম চালাচ্ছিল। এ সময় স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের তথ্যের ভিত্তিতে ও তাদের সহায়তায় একটি লাগেজসহ এক যুবককে আটক করা হয়।

সেই লাগেজ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও জানান, শিক্ষার্থীরা লাগেজসহ একজন ব্যক্তির অস্বাভাবিক চলাফেরা দেখে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে। পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নৌবাহিনী টহল টিম নগরের আকবর শাহ থানায় গিয়ে ১০ কেজি গাঁজাসহ তাকে হস্তান্তর করে।

বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
এমআই/টিসি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।