ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কোটা ইস্যুতে সবাইকে সংযত আচরণের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
কোটা ইস্যুতে সবাইকে সংযত আচরণের আহ্বান ...

চট্টগ্রাম: কোটা ইস্যুতে চট্টগ্রামসহ সারাদেশের বিভিন্ন অঞ্চলে চলমান ঘটনা প্রবাহের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা যুক্ত বিবৃতিতে দুঃখ গভীর উদ্বেগ জানিয়েছেন।  

মঙ্গলবার (১৬ জুলাই) গণমাধ্যমে যুক্ত বিবৃতি দিয়েছেন মাহতাব উদ্দিন চৌধুরী, এমএ সালাম, মোতাহেরুল ইসলাম এমপি, আ জ ম নাছির উদ্দীন, মফিজুর রহমান ও শেখ আতাউর রহমান।

 

বিবৃতিতে নেতৃবৃন্দ আদালতে বিচারাধীন বিষয়কে রাজপথে ঠেলে এনে রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থের অপচেষ্টা সম্পর্কে সবাইকে সজাগ ও সতর্ক থাকার এবং ধৈর্য ধারণের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।