ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জশনে জুলুসে যানবাহন চলাচলে সিএমপির নির্দেশনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
জশনে জুলুসে যানবাহন চলাচলে সিএমপির নির্দেশনা ...

চট্টগ্রাম: পবিত্র ঈদে মিলাদুন্নবীর (স.) জশনে জুলুস বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জশনে জুলুস অভিমুখী সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন।  

জশনে জুলুসের রুট

পাঁচলাইশ থানাধীন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা-বিবিরহাট (বামে মোড়)- মুরাদপুর-মির্জারপুল-পাঁচলাইশ থানার মোড় (বামে), কাতালগঞ্জ-অলিখাঁ মোড়-কেয়ারি মোড়-চট্টগ্রাম কলেজ-গণি বেকারি (ডানে)-খাস্তগীর স্কুল (ডানে)-আসকার দীঘি-কাজীর দেউড়ি (ডানে)-আলমাস (বামে)-ওয়াসা (ডানে)-জিইসি মোড়-দুই নম্বর গেট-মুরাদপুর (বামে)-বিবিরহাট-জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ।

ডাইভারশন পয়েন্ট

জশনে জুলুস চলাকালে নগরের বিবিরহাট, মুরাদপুর, মির্জারপুল, পাঁচলাইশ থানার মোড়,  মেডিক্যাল থেকে অলি খাঁ রোডের মুখ, তেলিপট্টি মোড়, চকবাজার থানা রোডের মুখ, সিজিএস স্কুল মোড়, প্যারেড কর্নার, গণি বেকারি মোড়, জামালখান মোড়, চেরাগি পাহাড় মোড়, সার্সন রোডের মুখ, নেভাল এভিনিউ, স্টেডিয়াম গোল চত্বর, আলমাস সিনেমা মোড়, চট্টেশ্বরী মোড়,  এসএইচ খান ফিলিং স্টেশন (ওয়াসা), জিইসি মোড়, ষোলশহর দুই নম্বর গেট, মুরাদপুর রোডের মুখে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন দেওয়া হবে।  

পার্কিং

জশনে জুলুসে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলাসহ অন্যান্য অঞ্চল থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের বহনকারী যানবাহন মুসল্লিদের নামিয়ে দিয়ে পার্কিং পয়েন্টগুলোর মধ্যে স্ব-স্ব সুবিধাজনক স্থানে পার্কিং করবে। ফিরিঙ্গি বাজার বালুর মাঠ, সিআরবি সাত রাস্তার মাথা, পলোগ্রাউন্ড মাঠ, কদমতলী-শুভপুর বাস টার্মিনাল, অক্সিজেন মোড়, বায়েজিদ লিংক রোড, আমবাগান শহীদ শাহজাহান মাঠ, বহদ্দারহাট বাস টার্মিনাল, নূরনগর হাউজিং মাঠ, এক কিলোমিটার এবং অলংকার মোড় পার্কিং স্থান হিসেবে ব্যবহার করবে। পার্কিংয়ের বিষয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ক্ষেত্রে অনুমোদন নেওয়ার ব্যবস্থা করবে। জুলুসের রুটে কোনো যানবাহন পার্কিং করে  বিঘ্ন সৃষ্টি করা যাবে না।  

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।