ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাদরাসার টয়লেটে মিলল শিক্ষার্থীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
মাদরাসার টয়লেটে মিলল শিক্ষার্থীর মরদেহ

চট্টগ্রাম: নগরের চকবাজার থানার মেহেদীবাগ এলাকার দারুস সূফ্ফাহ তাহফিজুল কোরআন মাদরাসা থেকে সাবিব শাইয়ান (১০) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) মাদরাসার চতুর্থ তলার টয়েলেটের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাবিব শাইয়ান, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মশিউর রহমান চৌধুরীর ছেলে। নগরের বাগমনিরাম পল্টন রোডে আব্দুল কাদের চৌধুরী বাড়ীতে পরিবার বসবাস করেন।

সে মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের মজুমদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদরাসার বাথরুম থেকে এক শিক্ষার্থী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করছে মাদরাসা কর্তৃপক্ষ। শিক্ষার্থীর গলায় চিহ্ন আছে। আমরা ঘটনাস্থলে এসেছি, বিষয়টি তদন্ত করছি।

শিশুটির বাবা মশিউর রহমান চৌধুরী বলেন, প্রতিদিন সকালে সাবিব মাদরাসায় যেতো। রাত ৯টার দিকে বাসায় নিয়ে যাওয়া হতো। সকালে সুস্থ-স্বাভাবিক সাবিবকে মাদরাসায় রেখে গিয়েছিলাম।

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।