ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে উদীচীর বসন্ত উৎসব

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
চবিতে উদীচীর বসন্ত উৎসব বক্তব্য দেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বসন্তের প্রথম দিনে নানান সাজে সেজেছে মানুষ। এ আনন্দকে দ্বিগুণ করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংস্কৃতিক সংগঠন উদীচী আয়োজন করেছে সাংস্কৃতিক উৎসব।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে চবির উন্মুক্ত মঞ্চে এ আয়োজন করা হয়।

রাত ৮টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, একটি দেশকে অসাম্প্রাদায়িক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন প্রয়োজন। এভাবেই দেশ সামনে এগিয়ে যাবে।

উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ ঘোষ বলেন, বিখ্যাত শিল্পী হরিপ্রসন্ন পাল, বাদ্যশিল্পী বিনয় বাঁশিকে সঙ্গে নিয়ে চবির বুদ্ধিজীবী চত্বরে প্রথম উদীচীর র‍্যালি করেন। সেদিন বিপরীত পাশে দাঁড়িয়েছিল শিবির। এমন বৈরী পরিস্থিতিই উদীচীর ইতিহাস। সেটি মানুষকে জানতে হবে। শীতের আড়ষ্টতা ভেঙে নতুন পাখির বাতাবরণে ক্যাম্পাস উৎসবমুখর হোক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী রাশেদ হাসান, চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, উদীচীর চবি শাখা সভাপতি ইউছুফ মোহাম্মদ।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।