ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বন্যপাখি খাঁচায় ভরে বিক্রি, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
বন্যপাখি খাঁচায় ভরে বিক্রি, আটক ১ ...

চট্টগ্রাম: বন্যপাখি খাঁচায় ভরে বিক্রির সময় কাজী হাসিব (২০) নামের এক যুবককে আটক করেছে বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।  

মঙ্গলবার (৩ জানুয়ারি) নগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকা থেকে তাকে আটক করা হয়।

 হাসিব খুলনা জেলার সোনাডাঙ্গা মডেল থানাধীন হাফেজনগর এলাকার কাজী জামালের ছেলে।

এ সময় কাজী হাসিবের কাছ থেকে ১০টি মুনিয়া, একটি টিয়া এবং একটি শালিক পাখি উদ্ধার করা হয়।

 

ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল টিমের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মুহাম্মদ ইসমাইল হোসাইন বাংলানিউজকে বলেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে বিশ্ব কলোনি এলাকায় অভিযান চালিয়ে বন্যপাখি বিক্রির অপরাধে একজনকে আটক করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।