ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়া দলে কোনো কাপুরুষ নেই : কামিন্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
অস্ট্রেলিয়া দলে কোনো কাপুরুষ নেই : কামিন্স

বুধবার থেকে পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া। কিন্তু মাঠ থেকে মাঠের বাইরের ইস্যু নিয়েই বেশি আলোচিত দলটি।

গোপন তথ্য ফাঁস করায় এক সাক্ষাৎকারে অজি ক্রিকেটারদের কাপুরুষ বলে উল্লেখ করেছিলেন সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গার। যদিও নির্দিষ্ট করে কারো নামই বলেননি তিনি।

তবে এর বিপরীতে বেশ কড়া জবাবই দিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া দলে কোনো কাপুরুষ নেই বলে জানান তিনি। ল্যাঙ্গারের কথায় কান না দিয়ে  সতীর্থদের পাশেই আছেন এই ডানহাতি পেসার।

কামিন্স বলেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট দলে কোনো কাপুরুষ নেই, না কখনো ছিল। আমি সম্ভবত কখনোই ব্যক্তিগত আলাপ খোলাসা করব না। মাঠের বাইরের ইস্যুতে ফোকাস করাটা মাঝেমধ্যে হতাশাজনক মনে হয় আমার কাছে। তবে এটি সত্যিই আমাদের দলে কোনো প্রভাব ফেলেনি। ’

কামিন্স আরো বলেন, ‘আমি মনে করি, তিনি যেটা করার চেষ্টা করছিলেন তাতে কোনো খারাপ উদ্দেশ্য নেই এবং সেটা পরে তিনি বলেছেনও। বিষয়টি নিয়ে তিনি ভাবছিলেন এবং পরিষ্কার করার জন্য তাকে ধন্যবাদ। গত ১২ মাসে আমরা যেভাবে খেলেছি, যেভাবে নিজেদের নিংড়ে দিয়েছি তাতে সত্যিই গর্বিত। খেলোয়াড়রা নিশ্চিতভাবেই তাদের মাথা উঁচু রাখতে পারে। ’

এই গ্রীষ্মে অস্ট্রেলিয়ার খেলায় ধারাভাষ্য দিবেন ল্যাঙ্গার। তাই নিশ্চিতভাবেই পার্থেও থাকবেন তিনি। তার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন কামিন্স, ‘তিনি এখানে থাকবেন ও ধারাভাষ্য দিবেন ব্যাপারটা ভালো। আমরা এই স্টেডিয়ামে খেলতে ভালোবাসি। আমার আদর্শ ডেনিস লিলির রাজ্য এটি। ’


বাংলাদেশ সময় : ১৪১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।