ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

বল হাতে উজ্জ্বল সাকিব, জেতেনি তার দল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
বল হাতে উজ্জ্বল সাকিব, জেতেনি তার দল

আবুধাবি টি-টেন লিগে নর্দার্ন ওয়ারিয়র্সের বিপক্ষে পাত্তাই পায়নি সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। রভম্যান পাওয়েলের তাণ্ডবে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে নর্দার্ন।

 

শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ১১৭ রান করেছিল বাংলা টাইগার্স। জবাবে তিন বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রভম্যানের দল।  

এক চারের সঙ্গে ৯টি ছয়ের মারে মাত্র ২৬ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রভম্যান। তার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। এছাড়া শেরফান রাদারফোর্ড ১১ বলে করেন ২২ রান।

বল হাতে ২ ওভারে ২০ রান খরচ করে ২টি উইকেট পেয়েছেন সাকিব।  

এর আগে বাংলা টাইগার্সের পক্ষে ২ চার ও ৩ ছয়ের মারে ১৫ বলে ৩৮ রান করেন এভিন লুইস। সমান বল খেলে ২৪ রান করেন জো ক্লার্ক।  

চার ম্যাচে বাংলা টাইগার্সের তৃতীয় পরাজয় এটি। পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে তারা। সমান ম্যাচে প্রথম জয় পাওয়া নর্দার্ন ওয়ারিয়র্সের অবস্থান এক ধাপ ওপরে।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।