ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

‘রংপুর সবসময় জয়ের জন্য দল গড়ে’

মাহমুদুল হাসান বাপ্পি, স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
‘রংপুর সবসময় জয়ের জন্য দল গড়ে’

শেষ হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট। বুধবার রাজধানীর এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় এটি।

আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বিপিএলের নবম আসর।

এই টুর্নামেন্টে বরাবরই শক্তিশালী দল গড়ে থাকে রংপুর রাইডার্স। এবারও এর ব্যতিক্রম হয়নি। দেশ ও বিদেশের তারকাদের নিয়ে ভারসম্যপূর্ণ দল গড়েছে তারা। ড্রাফট শেষে টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম জানিয়েছেন, জয়ের জন্যই লড়তে নামবেন তারা।

তিনি বলেছেন, ‘রংপুর রাইডার্সের লক্ষ্য সবসময় আমাদের ট্যাগ লাইন অনুযায়ী জয়ের জন্য লড়াই করি, আমাদের ইচ্ছে থাকবে টুর্নামেন্টে একটা ভালো ফল করার জন্য। আমরা যখন কম্বিনেশনের জন্য সেট করি, বড় নামের কথা চিন্তা করিনি। বিদেশি ক্রিকেটার ও সরাসরি চুক্তি অনুযায়ী যেভাবে করে দল সাজানো দরকার ছিল, সেভাবেই আজকে সাজিয়েছি। আমি বলতে চাই খুবই খুশি এই দল নিয়ে। । ’

ড্রাফট অনেকটা ভাগ্যেরই লড়াই। পছন্দের ক্রিকেটারদের চাইলেও দলে নেওয়া যায় না কিছু সময়। ওই আফসোস ছিল রংপুর রাইডার্সের টিম ডিরেক্টরের কণ্ঠেও। তবে নিজেদের দল নিয়ে সন্তুষ্টির কথাই জানিয়েছেন তানিম।

তিনি বলেছেন, ‘ড্রাফটে যখন ঢুকবেন ১০-১২জন প্লেয়ার নিতে হবে, কিছু মিস হবেই। নিশ্চিত করতে হবে কাউকে মিস করলে তার রিপ্লেসমেন্ট হিসেবে কাকে নেন। ওভাবে করে আমরা বেশি সাফার করিনি। যদিও ড্রাফটের নম্বর খুব একটা আমাদের পক্ষে ছিল না। ’

আর কাউকে নেওয়ার সম্ভাবনা আছে কি না? এমন প্রশ্নের জবাবে তানিম বলেন, ‘আমরা স্কোয়াড নিয়ে অবশ্যই খুশি। যদি কোয়ালিফাই করে ফেলি... রংপুর রাইডার্স বড় দল। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি চলার কারণে হয়তো বড় নাম বা এখন যারা অনেক ভালো খেলছে তাদের আনতে পারিনি। কোয়ালিফাইংয়ের সময় কয়েকটা টুর্নামেন্ট শেষ হয়ে গেলে তখন ভালো ভালো ক্রিকেটার নিয়ে আসতে পারবো। ’

সরাসরি চুক্তিতে দেশি ক্রিকেটারদের মধ্যে নুরুল হাসান সোহানকে নেয় রংপুর। ড্রাফট থেকেও নিয়েছে শেখ মেহেদী হাসান-হাসান মাহমুদের মতো তুলনামূলক কম অভিজ্ঞদের। দলে কি অভিজ্ঞতার ঘাটতি থেকে যাচ্ছে?

রংপুরের টিম ডিরেক্টর বলেছেন, ‘আমি মনে করি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিজ্ঞতার চেয়ে এখন কী ফর্মে খেলছেন সেটা গুরুত্বপূর্ণ। বিসিবির কাছে আমাদের সবসময় একটা কথা ছিল তিন বা চার বছরের জন্য দল চাই। যেন আমরা প্রথম থেকে তিন চার বছরের জন্য দল সাজাতে পারি। ওভাবে করে যদি চিন্তা করে দেখি, রিটেশনের দিক থেকে আগামীর তারকা অভিজ্ঞতার চেয়ে গুরুত্বপূর্ণ। ’

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।