ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

ক্রিকেট

আজও ব্যর্থ ওপেনিং জুটি, ফিরলেন নাজমুল-সৌম্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
আজও ব্যর্থ ওপেনিং জুটি, ফিরলেন নাজমুল-সৌম্য

ওপেনিং ধাঁধাঁর জট খুলতেই পারছে না বাংলাদেশ।  শেষ ১৫ ম্যাচে ২৮ পরিবর্তন করেও ওপেনিংয়ে সাফল্যের দেখা মিলছে না।

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষেও ওপেনিং জুটিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ।  তবে এতে করেও ফল আসলো না।

ম্যাচের তৃতীয় ওভারে ফির গেলেন সৌম্য সরকার।  তৃতীয় ওভারের প্রথম বলে নাসিম শাহকে এগিয়ে এসে মারতে গিয়ে মিড অনে ক্যাচ দেন সৌম্য। ৪ বলে ৪ রানে ফিরলেন এই ওপেনার।

ভালো লেংথের বলটি মারার চেষ্টা করলেও টাইমিং ভালো ছিল না। মাথার ওপরে ক্যাচ ওঠে। সুযোগটা নষ্ট করলেন সৌম্য।

ইনিংসের শুরু থেকেই দ্রুত রান তুলতে না পারায় খানিকটা চাপে ছিলেন ওপেনিং জুটির আরেক ব্যাটসম্যান নাজমুল হোসেন। দুটি চার মেরে চাপ কাটানোর চেষ্টাও করেন। ষষ্ঠ ওভারে ওয়াসিমকে ফাইন লেগ দিয়ে খেলতে গিয়ে উইকেটকিপার রিজওয়ানকে ক্যাচ দেন নাজমুল। ১৫ বলে ১২ রানে ফিরলেন এই ওপেনার।

ক্রিজে লিটনের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। ৮.২ ওভারে ৬৪ রান করেছে বাংলাদেশ। সাকিব ১৫ এবং লিটন ৩২ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ সময়ঃ ০৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।