ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লিটন-সৌম্যকে নিয়ে এত হুলুস্থুল কেন, প্রশ্ন পাপনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
লিটন-সৌম্যকে নিয়ে এত হুলুস্থুল কেন, প্রশ্ন পাপনের

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক আশা নিয়ে গেলেও ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলের। এই ব্যর্থতার দায় সিনিয়র-জুনিয়র সবার হলেও, দোষ চাপে লিটন দাস আর সৌম্য সরকারের কাঁধে।

কিন্তু তাদের নিয়ে এত হুলুস্থুল কেন, বুঝতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বরং সৌম্য-লিটনের পাশেই দাঁড়ালেন।

আজ শনিবার বিকেএসপিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাজমুল হাসান পাপন বলেন, 'এই (লিটন-সৌম্য) খেলোয়াড়রা কিন্তু পারফর্ম করেছে। এই বিশ্বকাপে পারফর্ম করেনি বলেই এত হুলুস্থুল! কিন্তু ওরা তো এতদিন পারফর্ম করেছে। এমন মনে হচ্ছে যেন ওরা খেলাই জানে না! মুশফিক, সাকিব, রিয়াদের মতো খেলোয়াড়ও কিন্তু পারফর্ম করতে পারেনি। মোস্তাফিজ আমাদের সেরা বোলার, সেও পারফর্ম করতে পারেনি। তাই বলে কি ওরা খারাপ? ওরাও আগে করেছে আর ওরাই করবে। ওরা না করলে নতুনরা করবে। এ নিয়ে এত তাড়াহুড়ার কিছু নেই। '

দল নিয়ে ক্রিকেটপ্রেমীরা হতাশ হলেও বিসিবি প্রধান মনে করেন সব ঠিক হয়ে যাবে। তিনি বলেন, 'একটা দলের পারফরম্যান্স হঠাৎ করে খারাপ হতেই পারে। তাহলে কী করবেন আপনি? হাল ছেড়ে দেবেন নাকি এটাকে ঠিক করবেন? কারও সামর্থ্য নেই এমন তো নয়। এরাই তো অতীতে পারফর্ম করে দেখিয়েছে। সাদমান বেশ কয়েকটা ভালো ইনিংস খেলেছে। সাইফ ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেছে। শান্ত গত টেস্টগুলোতেও ভালো করেছে। ' 

তরুণদের নিয়ে আশার কথা শোনালেন পাপন, 'এরা (তরুণ ক্রিকেটাররা) মাত্র এসেছে। বেশিরভাগ খেলোয়াড়ই এখন পর্যন্ত বিশ্বের সেরা বোলিং মোকাবিলা করেনি, এখন করবে। আমাদের সেরা অনেক খেলোয়াড় ফর্মে নেই। এটা গুরুত্বপূর্ণ ইস্যু। বিশ্বকাপে সাকিব রান করতে পেরেছে? কিন্তু দেখুন পাকিস্তানের সাথে ঢাকা টেস্টে কী ব্যাটিংটা করল। চট্টগ্রাম টেস্টে লিটন ভালো করেনি, মুশফিক ভালো করেনি? ওরা বিশ্বকাপে তো পারেনি। তাই বলে খারাপ হয়ে গেল?'

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।