ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

'কঠিন সময়ে' দোয়া চাইলেন সুজন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
'কঠিন সময়ে' দোয়া চাইলেন সুজন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর ঘরের মাটিতে পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে ধবলধোলাই। এ নিয়ে ঘরে-বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

এর মধ্যেই আবার নিউজিল্যান্ড সফরে গেছে টাইগাররা। সেখানে পৌঁছেই সাত দিনের কোয়ারেন্টিন করতে হচ্ছে। সবমিলিয়ে টানা খেলার ধকলের কারণে বেশ কঠিন সময় পার করছে দল। এ অবস্থায় দলের জন্য দোয়া চাইলেন টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।  

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেই রাতে টাইগাররা নিউজিল্যান্ডের বিমানে উঠেছে। গতকাল শুক্রবার ভোরে ক্রাইস্টচার্চ পৌঁছেই শুরু কোয়ারেন্টিন পর্ব। সেখান থেকেই বিসিবির পাঠানো ভিডিওবার্তায় সুজন বলেন, 'আজকে (শনিবার) আমাদের কোয়ারেন্টিনের প্রথম দিন। সকালে ঘুম থেকে ওঠে নাস্তা করার পর দুজন নার্স এসেছিলেন, আমাদের তাপমাত্রা মাপার জন্য। বাকি সব খোঁজ-খবর নেওয়ার জন্য। এখানে পৌঁছানোর পর সবাই যার যার রুমে যাই। এখনো কারো সঙ্গে কারো দেখা হয়নি। শুধুমাত্র ভিডিও কল ছাড়া। '

টাইগারদের টিম ডিরেক্টর আরও বলেন, 'পাকিস্তানের বিপক্ষে খেলে আসার পর পরই ছেলেরা (নিউজিল্যান্ড সফরে এসেছে)। কঠিন সময় যাচ্ছে। আরও দুই-তিন দিন কষ্ট করতে হবে, তারপর আমরা গ্রুপ হিসেবে অনুশীলন করতে পারবো, জিম করতে পারবো। তারপর আস্তে আস্তে অনুশীলন শুরু করতে পারবো। আমি আশা করি, কয়েক দিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। এছাড়া আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি; দোয়া করবেন। ' 

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।