ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই সিরিজের জন্য ব্যাটিং কোচ পাচ্ছে টাইগাররা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
দুই সিরিজের জন্য ব্যাটিং কোচ পাচ্ছে টাইগাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরান খান।

মুশফিক-তামিমদের ব্যাটিং কোচ পাওয়ার অপেক্ষা শেষ হতে চলেছে। আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের আগেই নতুন ব্যাটিং কোচ পেতে যাচ্ছে জাতীয় ক্রিকেট দল।

তবে দীর্ঘ মেয়াদে ব্যাটিং কোচ এখন পাচ্ছে না জাতীয় দল। আপাতত ক্যারীবিয়দের বিপক্ষে এবং ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরের জন্য কোচ নিয়োগের সম্ভবনাই বেশি।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরান খান। শোনা যাচ্ছে বিসিবির পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জন লুইস। করোনার কারণেই এবং অন্যান্য পারিপার্শ্বিক কারণে দীর্ঘ মেয়াদের ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। আগামী ১০ জানুয়ারির আগেই ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া হবে।

আকরাম খান বলেন, 'আমরা দীর্ঘ মেয়াদের জন্য ব্যাটিং কোচ নেওয়ার চেষ্টা করছি। তবে এখানে কিছু বিষয় রয়েছে। কোভিড-১৯ এর একটা বিষয় রয়েছে। এছাড়া এখানে কোচ অনেক দিন থাকতে চায় না। তবে আমরা কথাবার্তা বলছি আশাকরি দুই এক দিনের মধ্যেই ব্যাটিং কোচের বিষয়টি চূড়ান্ত হবে। '

গত ২১ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে টাইগারদের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ান দক্ষিণ আফ্রিকার নেইল ম্যাকেঞ্জি। এরপর নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলানকে ব্যাটিং কোচের দায়িত্ব দেয় বিসিবি। তবে বাবার মৃত্যুর কারণে দায়িত্ব নেওয়ার আগেই সরে দাঁড়ান তিনিও।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।