ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে শততম ওয়ানডেতে টস জিতে লঙ্কানদের বোলিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
মিরপুরে শততম ওয়ানডেতে টস জিতে লঙ্কানদের বোলিং ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশ্বের ষষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে ১০০টি ওয়ানডে ম্যাচ অয়োজনের অভিজাত তালিকায় প্রবেশ করলো মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে অনন্য মাইলফলকে বাংলাদেশের হোম অব ক্রিকেট। ঐতিহাসিক ম্যাচটিতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।

জিম্বাবুয়ের সামনে লঙ্কানদের বিপক্ষে সুখস্মৃতিটা পুনরুজ্জীবনের চ্যালেঞ্জ! ছয় মাস আগে শ্রীলঙ্কাকে তাদের মাটিতেই ২-১ এ পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ জিতে ইতিহাস গড়ে জিম্বাবুইয়ানরা। মিরপুরে ট্রাইনেশন লড়াইয়ে একদিনের ক্রিকেটে আবারো মুখোমুখি দু’দল।

প্রতিশোধ নিয়ে টুর্নামেন্টে দারুণ শুরু করতে চোখ রাখছে চন্ডিকা হাতুরুসিংহের শ্রীলঙ্কা। কিছুদিন আগেও টাইগারদের কোচিং ডেরায় ছিলেন তিনি। এখন প্রতিপক্ষের কোচ হয়ে হাতুরুর প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের মাটিতে।

ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কার বিপক্ষে ‘আত্মবিশ্বাসী’ জিম্বাবুয়ে। দু’দিন আগে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের কাছে বাজেভাবে হেরে মাঠ ছাড়েন হ্যামিল্টন মাসাকাদজরা। ৮ উইকেটের দাপুটে জয়ে (টার্গেট ১৭১) ত্রিদেশীয় সিরিজের প্রথম শিরোপা মিশনে দুর্দান্ত শুরু পায় মাশরাফির দল। শুক্রবার (১৯ জানুয়ারি) হাইভোল্টেজ ম্যাচে সাবেক কোচের দলকে মোকাবিলা করবে টাইগাররা।

শ্রীলঙ্কা স্কোয়াড: উপুল থারাঙ্গা, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), কুশল মেন্ডিস, আসিলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনাঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমান্থা চামিরা।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সোলোমন মায়ার, পিটার মুর (উইকেটরক্ষক), ব্রেন্ডন টেইলর, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), কাইল জার্ভিস, তেন্দাই চাতারা, ব্লেসিং মুজারাবানি।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।