ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

১০ হাজারের অনন্য চূড়ায় তুষার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
১০ হাজারের অনন্য চূড়ায় তুষার ছবি:সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলতি মৌসুম শুরুর আগে থেকেই তার ১০ হাজার রান নিয়ে আলোচনা চলছিলো। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেকে অনন্য এক চূড়ায় নিয়ে গেলেন তুষার ইমরান।

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০ হাজার রানের অনন্য মাইলফলকটি ছুঁয়ে ফেললেন এই রান মেশিন।

১৪০ রান দূরে থেকে এবারের বিসিএল শুরু করেছিলেন এই দক্ষিনাঞ্চল রান মেশিন।

প্রথম রাউন্ড শেষ করেছেন ৩৫ রান পিছিয়ে থেকে। সোমবার (১৫ জানুয়ারি) ৯ হাজার ৯৬৫ রান নিয়ে বিকেএসপিতে বিসিএলের দ্বিতীয় রাউন্ডে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৩৪ থেকে চার হাঁকিয়ে মাইলফলক ছুঁয়ে ফেলেন প্রাইম ব্যাংক সাউথ জোনের এই ব্যাটসম্যান।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের ভেতরে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির রেকর্ড আগে থেকেই তার দখলে।

বিসিএলের প্রথম রাউন্ডে হাঁকিয়েছিলেন নিজের ২৫তম সেঞ্চুরি।

বাংলাদেশ সময়: ১৮১৮  ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।